নতুন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান যোগদান করেই সকলের কাছে দোয়া চাইলেন। তিনি ২২ জুন যোগদান করেই অফিসে সবার সাথে শুভেচছা বিনিময় করেন। এ সময় তিনি সকলের নিকট থেকে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন। সকালে
জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা বভনের মূল ফটকে ফুল দিয়ে নতুন জেলা প্রশাসক কে বরণ করে নেন। ‘ ডিসি ফেনী’ ফেস বুক আইডি থেকে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। যোগদান শেষে তিনি বিকেলে ফেনী পৌরসভা কার্যালয়ে পরিদর্শনে যান। এ সময় সেখানে ফেনী – ২ আসনের এমপি নিজামউদ্দিন হাজারী, ফেনী -১ আসনের এমপি শিরিন আখতার ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি ডিসিকে স্বাগত জানান।