আলোকিত বাংলা ডেস্কঃ বাংলাদেশের ফুটবল খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডানের ১-১ গোলে ড্র । ২৭ জুন রবিবার এ খেলায় দুই দলই হতাশা নিয়ে মাঠ ছাড়ে। এর আগে কুমিল্লায় অনুষ্ঠিত দুই দলের প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে। দ্বিতীয় লেগেও জয় পায়নি কোনো দল। ম্যাচের ৩০তম মিনিটে ইয়াসানার গোলে লিড পায় মোহামেডান। প্রথমার্ধের শেষ দিকে বেলফোর্টের গোলে সমতায় ফেরে আবাহনী। এ ড্রয়ের ফলে শিরোপা লড়াই থেকে আরো দুরে সরে গেলো মোহামেডান ১৬ ম্যাচে আবাহনীর সংগ্রহ ৩৩। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে এখন তাদের ব্যবধান ১৪ পয়েন্টের।সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চারে উঠে এলো মোহামেডান।
২৭ জুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে কেরভেন্স বেলফোর্ট ও সানডে সিজোবাকে নিয়ে সাজানো আবাহনীর আক্রমণভাগের খেলায় শুরুর দিকে ছিল না প্রত্যাশিত ধার। তবে সব শেষে ১-১ গোলে ড্র করে তারা।