সাহেদ হোসেন চৌধুরীঃ ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার ১০ গ্রাম প্লাবিত হয়েছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙ্গে গেছে। আজ ১ জুলাাই বৃহস্পতিবার মুহুরী নদীর পানি বিপদ সীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। সকাল থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর পশুরামের সাতকুচিয়া, জয়পুর এলাকায় ও ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুরে মুহুরী নদী রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। কিছু ক্ষনের মধ্যেই প্রবল স্রোতের কারনে এসব এলাকায় পানি ঢুকে ১০টি গ্রাম প্লাবিত হয়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, পানি কমে আসলে বাঁধ মেরামতের কাজ শুরু হবে।