ফেনী শহর প্রতিনিধিঃ ফেনী পৌরসভার সাবেক মেয়র নুরুল আবসারের জানাজা আজ ৩ জুন বাদ আসর মরহুমের বাড়ীর দরজায় রামপুর সওদাগর বাড়ী হাফেজিয়া মাদ্রাসার সামনে অনুষ্ঠিত হয়৷ জানাযায় দলমত নির্বিশেষে বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি আওয়ামীলীগের নেতা-কর্মীরাও অংশ নেন। জানাজায় ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ছাড়াও অংশ নেন ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি পিপি এডভোকেট হাফেজ আহম্মদ, সাবেক পৌর মেয়র হাজী আলাউদ্দীন, বর্তমান মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এছাড়া ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সেচ্চাসেবক দলের ফেনী জেলা আহব্বায়ক সাইদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক এস এম কায়সার এলিন, ছাত্র দলের সভাপতি সালাউদ্দীন মামুন, সেক্রেটারি মোরশেদ সহ বিএনপির অংগ সংগঠনের নেতা কর্মীরা জানাযায় অংশ নেন। এছাড়া ফেনীর ব্যবসায়ী নেতারা ও মরহুমের আত্বীয়স্বজন জানাজায় অংশ নিয়ে দাফন সম্পন্ন করেন।
লকডাউন চলাকালীনও হাজার হাজার লোক সমাগত হয়।
নুরুল আবসার একটি হাসপাতালে আজ সকাল ৬টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি অসুস্হ ছিলেন। ছাত্র অবস্হায় তিনি ছাত্র ইউনিয়ন এর রাজনীতির সাথে যুক্ত ছিলেন, পরে তিনি বিএনপিতে যোগ দেন। ওনার জীবদ্দশায় একজন সফল ব্যবসায়ী ও সফল মেয়র ছিলেন। তিনি শিপিং ব্যবসার সাথে যুক্ত ছিলেন। বিএনপি থেকে মনোনয়ন পেয়ে তিনি ফেনী পৌরসভার মেয়র নির্বাচিত হন। ফেনী পৌরসভার মেয়র থাকাকালীন তিনি আধুনিক পৌরসভার কাজে নিজেকে নিয়োজিত করেন। তার ২ ছেলে মেহেদী ও সাঈদী এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি মানষিক ভাবে ভেঙে পড়েন। পরে তিনি তার এ দু’সন্তানের সৃতি ধরে রাখতে রামপুরে মেহেদি-সাঈদি ধাতব্য চিকিৎসায় ও হাফেজিয়া মাদ্রাসা স্হাপন করেন । এক মাত্র মেয়ে থাকেন অস্ট্রেলিয়াতে।