ফেনী শহর প্রতিনিধিঃ করোনার ভয়াবহতা ফেনীতেও অব্যাহত রয়েছে। ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ঠাঁই নেই রোগীর। আজ ৯ জুলাই সকাল ১০ টায় করোনায় আক্রান্ত আব্দুল জলিল (৬০) ফেনী জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু বরণ করেন।(ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন)। আবদুল জলিলের ভাই ফেনী ভিক্টোরিয়া কলেজের প্রভাষক মোঃ ফজলুল হক জানান, হাসপাতালে করোনার চিকিৎসা চলার পর কয়েকদিন আগে করোনা নেগেটিভ হলেও অক্সিজেন লেভেলের উন্নতি হয়নি৷ অবশেষ আজ সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। গত ২৮ জুন করোনার উপসর্গ নিয়ে তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
করোনায় গতকাল ৮ জুলাই পর্যন্ত ফেনীতে আক্রান্তের সংখ্যা ৫১১৮ জন। মৃত্যু ৮১ জন।