আলোকিত বাংলা রিপোর্টঃ কঠোর লকডাউন গরীব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। ১০ জুলাই শনিবার দুপুরে ফেনী পৌরসভার সামনে থেকে শুরু করে ট্রাংক রোডের আশে পাশে এলাকায় দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। মেয়র নিজেই এ সময় গাড়ী ও ত্রাণ নিয়ে অসহায় মানুষের দুয়ারে ছুঁটে গেছেন।
এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী সাংবাদিকদের জানান, ফেনীর গণ মানুষের নেতা নিজাম উদ্দিন হাজারী এমপি’র নির্দেশনায় করোনার প্রাদুর্ভাবে বন্ধ থাকা ফেনী পৌরএলাকায় চালিত টমটম চালক ও নিম্ন আয়ের মানুষের মাঝে পৌরসভার পক্ষ থেকে ১৫ কেজি চাউল ১ কেজি মসুরি ডাল,১ কেজি বুটের ডাল, ১কেজি লবণ, ১ কেজি তেল, ১কেজি বাংলা সেমাইসহ একটি পরিবার যেন অন্তত ১৫ দিন চলতে পারে এই সহায়তা দেওয়া হয়েছে।
মেয়র নিজেই সকলের কাছে গিয়ে এসব উপহার তুলে দেওয়ায় মহাখুশী এসব অসহায় নিম্নআায়ের মানুষ গুলো।