আলোকিত বাংলা রিপোর্টঃ করোনার কারণে সারাদেশে চলমান লকডাউনে ফেনীতেও সরকারী ত্রাণ বিতরণ অব্যাহত আছে। এরই অংশ হিসেবে আজ ১২ জুলাই সকাল ১১ টায় ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের ৭২৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক।
আনোয়ার হোসেন মানিক জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের চলমান লকডাউনেও মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচেছন। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সাথে ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীকে ধন্যবাদ জানান ফেনীর প্রতিটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগীতা করার জন্য। তিনি বলেন, ফেনীর গণ মানুষের নেতা নিজাম উদ্দিন হাজারী এই করোনা মহামারীতে সকল নেতা কর্মীকে নির্দেশনা দিয়েছেন দুস্হ অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
পাঁচগাছিয়া ইউনিয়নের জনসংখ্যা ৬৫ হাজার। অন্য ইউনিয়নের তুলনায় এ ইউনিয়ন অনেক বড়। ওই তুলনায় বরাদ্দ আরো বাড়ালে ভালো হত বলে জানান তিনি।
ইউনিয়নের লিটন মৃদা (৪৫) জানান, তার ষ্ট্রোক করে এক হাত অবস হয়ে আছে, সংসারের আর কেউ কর্ম করার নেই। আগে তিনি ড্রাইভার ছিলেন। প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী পেয়ে উনি খুব খুশী।