আলোকিত বাংলা রিপোর্টঃ করোনা মহামারী মোকাবেলায় সরকার এবার কঠোর সিদ্ধান্ত নিলো। কোরবানী ঈদের জন্য ৮ দিন লকডাউন কিছুটা শিথিল করলেও ২৩ জুলাই থেকে ফের কঠোর লকডাউনে যাচেছ সরকার। এবার আর কোন কিছুই খোলা থাকছেনা। শিল্প প্রতিষ্ঠানও বন্ধের ঘোষণা দিল সরকার।
আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে সব অফিস এবং গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। আগামী বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে। একই প্রজ্ঞাপনে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌ-পথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব রকম যানবাহন চলাচল বন্ধ থাকবে।
শপিংমল/মার্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকবে। সব পর্যটনকেন্দ্র , রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।
সব রকম শিল্প-কলকারখানা বন্ধ থাকবে।
এছাড়াও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক বিবাহত্তোর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।
তবে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। আর ব্যাংক-বীমা/আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
এতে করে সরকার কারফিউ টাইপের লকডাউন পালন করতে চাইছে করোনা মোকাবেলায়। এরই মধ্যে টীকা ও এসে পৌঁছবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে ৩৫ বছরের উপরে জনগণ কে টীকার জন্য নিবন্ধন করতে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়।