আলোকিত বাংলা রিপোর্টঃ ফেনীর সাপ্তাহিক স্বদেশকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, ফেনী প্রেসক্লাব ও ফেনী উন্নয়ন ফোরামের সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম খলিলুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) বাদ আছর ফেনী শহরের তমিজিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা নুর মোহাম্মদ।
এই সময় উপস্থিত ছিলেন ফেনী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন ওমর ফারুক ভূঁঞা বেলাল, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভুঁইয়া, সদস্য মাস্টার শাহজাহান মিয়াজী, মরহুম খলিলুর রহমানের ভাই মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান, ভাতিজা সাইদুর রহমান জুয়েল, পুত্র রেজওয়ানুর রহমান সজিব, ফেনী মুহুরী লিও ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি তাসিন সোবহান প্রমুখ।