আলোকিত বাংলা রিপোর্টঃ ১৪ দিনের কঠোর লকডাউনের আজ ২য় দিন। আজ ২৪ জুলাই শনিবার লকডাউনেট ২য় দিনে ফেনীতে পুলিশ কঠোর অবস্হানে আছেন। ফেনীর পলিটেকনিক্যাল এলাকায় চেক পোস্টে গাড়ীকে জিজ্ঞেসাবাদ শেষে ছাড়ছেন পুলিশ। বেশীর ভাগ সিএনজি অটো,কার, মাইক্রোই হচেছ রুগী বহনকারী। ডাক্তারের কাগজ পত্র দেখে অনেক কেই মানবিক কারনে ছাড়ছেন বলে জানিয়েছেন ফেনী থানা পুলিশের উপ- পরিদর্শক নজরুল ইসলাম। এসময় তিনি জানান, বিনা কারণে যারা বেরিয়েছেন বা যারা কোন কারণ দর্শাতে পারছেন না তাদের শহরে ঢুকতে না দিয়ে ফেরত পাঠাচেছন।
পুলিশের পাশাপাশি বিজিবি রয়েছে মাঠে। বিজিবিও কঠোর অবস্হানে।
এদিকে লকডাউনের ২য় দিনে ফেনীতে বিনা কারণে ঘর থেকে বের হওয়া ২৬৭ জনকে ৮৬৫৫০ টাকা জরিমানা করা হয়েছে। ১৬ জন নির্বাহী ম্যাজেষ্ট্রেট এই জরিমানা করেন ৬ টি উপজেলায়।