আলোকিত বাংলা রিপোর্টঃ লকডাউন চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় মুন্সীগঞ্জে
প্রিমিয়ার সিমেন্ট কারখানা খোলা রাখায় এবং শ্রমিকদের কাজে আসতে বাধ্য করায় প্রিমিয়ার সিমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৩ জুলাই সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান এ জরিমানা ও কারাদণ্ড দেন। সেই সাথে আগামী ১৩ দিনের জন্য কারখানা সিলগালা করে দেয়া হয়েছে।