আলোকিত বাংলা রিপোর্টঃ ফেনীতে দেশের সবচেয়ে বড়, বঙ্গবন্ধু’র ম্যুরাল তৈরীর ঘোষণা দিয়েছেন ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফেনী- ২ আসনের এমপি নিজামউদ্দিন হাজারী। আগস্ট মাস মানেই শোকের মাস। শোকাবহ আগষ্টে নিজাম উদ্দিন হাজারী এমপি’র ব্যক্তিগত উদ্যোগে ফেনীত বঙ্গবন্ধু’র এই ম্যুরাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ম্যুরাল তৈরীর অংশ হিসেবে সোমবার ফেনীর পুরাতন জেলখানার সামনে মাস্টার পাড়ার প্রবেশ মুখে ম্যুরালটির স্হান নির্ধারণ করেন নিজাম উদ্দিন হাজারী। এসময় তাঁর সাথে স্হান পরিদর্শন করেন বুয়েট এর ইঞ্জিনিয়ার ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি সহ অন্যান্য নেতা কর্মীরা।
জানা গেছে এমপি নিজামউদ্দিন হাজারী’র ব্যক্তিগত অর্থায়নে বঙ্গবন্ধু’র এই ম্যুরালটি তৈরী হচেছ।