আলোকিত বাংলা রিপোর্টঃ বেশ কিছুদিন ধরে আলোচনায় আলোচিত চিত্রনায়িকা পরীমনি। একে একে অনেকগুলো ঘটনার পর আজ ৪ আগস্ট বুধবার অবশেষে পরিমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় র্যাব অভিযান পরিচালনা করেছেন।
অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ও পরিমনিকে আটক করা হয়।
এত পরিমান মাদক ছিল বাসায়, মনে হচিছল এটি একটি বার।
অভিযানের আগ মহূর্তে পরিমনি লাইভে এসে বলেন, কেউ তার বাসায় প্রবেশের চেস্টা করছেন। তার পরিচিত জনদের সাহায্য চান। লাইভে শুধু মাত্র একটা ছোট জামা পরেই যখন কথা বলছিলেন, তখন বনানী থানা পুলিশের সাহায্য চান।
আসলে আইনশৃঙ্খলা বাহিনী তার বাসা ঘিরে রাখে এমনটি তথ্য
তখনই তিনি ফেসবুকে লাইভে আসেন। সেই সময়
লাইভে থেকেই তিনি পরিচিত কয়েকজন গণমাধ্যম কর্মী ও পুলিশ কর্মকর্তাদের ফোন দেন। পাশাপাশি তিনি বনানী থানায়ও ফোন দেন।এ সময় নিজেকে বাঁচাতে কান্নাকাটি করেন।
গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরীমনিকে হেনস্তা করার অভিযোগ ওঠে নাসির ইউ আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে। সে অভিযোগও তিনি ফেসবুক লাইভে এসে জানান। এরপর তা আমলে নেয় প্রশাসন। পরবর্তী সময়ে পরীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেফতারের কয়েক দিন পরই জামিনে মুক্তি পেয়ে যান।