সাহেদ হোসেন চৌধুরীঃ আজ ছিলো জাতির পিতার জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপটেন শেখ কামাল এর ৭২ তম জন্মদিন। শেখ কামালের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে ফেনীর ছাগলনাইয়া জিরোপয়েন্টে শেখ কামাল চত্ত্বর শুভ উদ্বোধন করেন নিজাম উদ্দিন হাজারী এমপি।
আজ ৫ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে শেখ কামাল চত্ত্বর উদ্বোধন কালে নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কার ভোট চাইতে ছাগলনাইয়ায় এক জনসভায় যোগ দেন বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল। তাঁর নামে চত্ত্বর স্থাপনের মধ্য দিয়ে তাঁর অমর স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এ সময় উপস্হিত ছিলেন, ফেনী জেলা আওয়ামীলীগ ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ।