পরীমণি কান্ডে গ্রেফতার হতে পারেন অনেকেই
আলোকিত বাংলা ২৪ ডেস্ক
-
আপডেট সময় :
শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
-
১৫২
বার পঠিত
- আলোকিত বাংলা রিপোর্টঃ চিত্রনায়িকা পরীমণি গ্রেফতারের পর ৪ দিনের রিমান্ডের প্রথম দিনই বেরিয়ে এসেছে একে একে অনেক তথ্য। এসব তথ্যের ভিত্তিতে গ্রেফতার হতে পারেন অনেকেই। এর মধ্যে চিত্র নির্মাতা থেকে ব্যবসায়ী পর্যন্ত রয়েছে। ইতিমধ্যে চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী কে আজ ৬ আগস্ট
আটক করে ডিবি কার্যালয়ে জিজ্ঞেসাবাদ করা হচেছ। আটক করা হয়েছে পরীমণির ডিজাইনার জিমি কে। পুলিশ আরো বেশ কয়েক জনকে নজরদারীতে রেখেছেন। পরীমণি অভিনয়ের আড়ালে অনৈতিক কাজে লিপ্ত হওয়া, মাদক গ্রহণসহ বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে। পরীমণির ব্যবহৃত ফিয়াট অটোমোবাইলসের ‘মাসেরাতি’ ব্র্যান্ডের গাড়িটি নিয়েও এখন আলোচনা শুরু হয়েছে। সাড়ে তিন কোটি টাকার গাড়িটি পরীমণিকে কে উপহার দিয়েছেন, সে বিষয়েও জিজ্ঞাসাবাদে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। ধারণা করা হচেছ আরো রাঘব বোয়ালরা জড়িত এই চক্রে। একে একে এ চক্রের মূল হোতাদেরও গ্রেফতার করা হতে পারে।
গত ৪ আগস্ট নিজ বাসা থেকে মাদকসহ গ্রেফতার করা হয় পরীমণিকে। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ জাতীয় আরও খবর