সাহেদ হোসেন চৌধুরীঃ সারা দেশের ন্যায় ফনীতে আজ ৭ আগস্ট শনিবার সকালে কোভিট-১৯ গণ টিকাদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। ফেনী সদর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এই টিকা দান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান। এ সময় আরো উপস্হিত ছিলেন,ফেনীর সিভিল সার্জন,ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি,ডাঃ শাহেদুল ইসলাম কাউসার, ১০নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ খান ও সংরক্ষিত মহিলা কাউন্সিল সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।