ফেনী প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ফেনীতেও করোনার গণ টিকাদান কর্মসূচীর কার্যক্রম শুরু হয়েছে আজ ৭ আগস্ট শনিবার। এরই অংশ হুসেবে ফেনীর
পাঁচগাছিয়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডে গণ টিকা প্রদান কর্মসূচি পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ আবু সেলিম মাহমুদ-উল হাছান। জেলা প্রশাসকের সাথে ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা, ফেনী জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক লিটন। এসময় উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক। আনোয়ার হোসেন মানিক এ সময় জেলা প্রশাসককে টিকা প্রদান কর্মসুচির কার্যক্রম ঘুরিয়ে দেখান। জেলা প্রশাসক এসে সন্তোষ প্রকাশ করেন।