আলোকিত বাংলা রিপোর্টঃ ফেনীর সেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ দীর্ঘ দিন ধরে ফেনীতে অসহায় মানুষের জন্য কাজ করে যাচেছ। এই অসহায় মানুষদের জন্য কাজকে উৎসাহিত করতে ঢাকা শমরিতা হাসপাতালের পরিচালক ডাঃ এবি এম হারুন ফেনীর এই স্বেচ্ছাসেবী সংগঠনকে একটি মরদেহবাহী গাড়ী প্রদান করেন।
আজ ৮ আগস্ট দুপুরে ফেনী জেনারেল হাসপাতাল প্রঙ্গনে ঢাকা শমরিতা হাসপাতালের পরিচালক ডাঃ এবি এম হারুনের পক্ষে সহায়ের কাছে গাড়ির চাবি হস্তান্তর ও উদ্বোধন করেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ,ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, সিভিল সার্জন রফিক উস সালেহিন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনীর ” বিএমএ ” সভাপতি ডাঃ সাহেদুল ইসলাম কাওসার সহ প্রমুখ।
এখন থেকে ফেনী জেলার যে কেউ অসহায় ও অজ্ঞাত মরদেহ বহনের জন্য এই গাড়ির সুবিদা পাবেন বলে জানিয়েছেন সহায় এর সভাপতি মনজিলা মিমি ও সাধারণ সম্পাদক দুলাল তালুকদার।