সাহেদ হোসেন চৌধুরীঃ ফেনী জেলার ছাগলনাইয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেবপুর এলাকা হতে খুন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, চুরি, মাদক, মারামারি সহ ১৭টি মামলার আসামীকে গ্রেপ্তার করেছে। অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ রফিক আহম্মেদ, এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর দর্জি, এসআই (নিঃ) আবু নোমান, এএসআই (নিঃ) নিজাম উদ্দিন ও ফোর্সসহ রাতে অভিযান পরিচালনা করে পূর্ব দেবপুর (নাছির মেম্বারের বাড়ি) এলাকা হতে ১৭টি মামলার আসামী মৃত রুহুল আমিন সওদাগরের ছেলে জসিম উদ্দিন (৫৫)-কে গ্রেপ্তার করা হয়।
দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে সোর্পদ করা হয়েছে।