আলোকিত বাংলা রিপোর্টঃ টি-টোয়েন্টি ৫টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে এসেই প্রথম ম্যাচেই হেরে যায় বিশ্ব চ্যাম্পিয়ানরা। একে একে হারতে থাকে ৩ টি ম্যাচ। ফলে হ্যাট্রিক জয়ে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। পরের ম্যাচেও কঠিন লাড়াই করে জিততে হয় অস্ট্রেলিয়ানদের। শেষ ম্যাচে লজ্জাজনক হারেই কপালে জুটে অসিদের। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা উপহার দিল বাংলাদেশ।
টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে অল-আউট হলো অস্ট্রেলিয়া দল।
এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে ৭৯ রানে অল-আউট হয়েছিল অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টিতে এতদিন সেটিই ছিল তাদের সর্বনিম্ন স্কোর।
৯ আগস্ট সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের শেষ টি-টোয়েন্টি ১২৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩.৪ ওভারে ৬২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এতে করে লজ্জাজনক হারের মুকুট মাথায় নিয়ে ফিরতে হচেছ অস্ট্রেলিয়ায়।