আলোকিত বাংলা রিপোর্টঃ কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে দেশ ব্যাপী গণ টিকাদান কর্মসূচির দিন ফেনীর সোনাগাজীতে ১০ মিনিটের ব্যবধানে বিবি রোকেয়া (৩৫) নামে এক নারীকে দুইবার করোনার টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বগাদানা ইউনিয়নের বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।
বিবি রোকেয়া উপজেলার বগাদানা ইউনিয়নের বাসিন্দা। তার অভিযোগ, বেলা ১১টার দিকে তিনি নির্ধারিত কক্ষে টিকা নিতে যান। এ সময় কর্তব্যরত স্বাস্থ্য সহকারী তাকে একটি টিকা দিয়ে বসতে বলেন। এর কিছুক্ষণ পরই তাকে আবার টিকা দেওয়া হয়।
বিবি রোকেয়ার স্বামী মোহাম্মদ আলী বলেন, ‘ওই দিন আমরা স্বামী-স্ত্রী দুজনে টিকা নিতে কেন্দ্রে যাই। মানুষের ভিড়ের কারণে আমি টিকা নিয়ে আমার স্ত্রীর জন্য বাইরে অপেক্ষা করি। ‘ প্রায় ২০ মিনিট পর টিকা নিয়ে তার স্ত্রী বাইরে এলে তাকে দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলে তখন তার স্ত্রী জানান- তাকে দুবার টিকা দিয়েছেন তারা।
ওই টিকা কেন্দ্রে দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী একরামুল হক মোল্লা বলেন, এক নারীকে দুইবার টিকা পুশ করার বিষয়টি তিনি জানতেন না। রোববার বিষয়টি জানার পর তিনি ওই নারীর খোঁজখবর নিয়েছেন। ওই নারী এখন ভালো আছেন। একটা টিকা নেওয়ার পর আরেকটি টিকা নেওয়া ওই নারীর ভুল ছিল। তিনি বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, টিকা নেওয়ার আগে কেন ওই নারী বলেননি যে তিনি আগে একবার টিকা নিয়েছেন। এটা টিকা গ্রহীতার ভুল। তবে দুইবার টিকা দেওয়া হলেও কোনো সমস্যা হবে না বলে মত দেন তিনি। তিনি আরো বলেন,তার খোঁজখবর রাখা হচ্ছে। টিকাদানের ক্ষেত্রে কারও গাফিলতি ছিল কিনা, সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তদন্ত করে ব্যবস্হা নেয়ার কথা বলেন তিনি।