আলোকিত বাংলা রিপোর্টঃ সম্প্রতি সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ৭১ জনকে বদলী করা হয়েছে।
আজ ১২ আগস্ট বৃহস্পতিবার
এক আদেশে তাদের নতুন কর্মস্থলে বদলি করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়েছিল।
পুলিশ সদর দফপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়, গত ৮ আগস্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী এসব কর্মকর্তাকে সিনিয়র স্কেল (৬ষ্ঠ গ্রেড) পদে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে পদোন্নতি প্রদান করা হয়েছে।
তার ই অংশ হিসেবে এই ৭১ জন কর্মকর্তা কে নতুন কর্মস্হলে যোগদিতে বলা হয়েছে।