আলোকিত বাংলা ডেস্কঃ আজ সেই ভয়াল ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে হায়নারা আমাদের মহান নেতাকে রক্তাক্ত করেছে। বাঙালি মন দুঃখে-বিষাদে ভারাক্রান্ত এই দিনে। প্রচণ্ড গোলাগুলো, চাপ চাপ তাজা রক্ত, পৈশাচিক গর্জন, অট্টহাসি। সিঁড়িতে পড়ে আছে রক্তাক্ত পিতার লাশ। যেন ক্ষতবিক্ষত বাংলাদেশের মানচিত্র।
জাতির ইতিহাসে এই দিনটিই ভয়াল ১৫ আগস্ট। এই রাতে আমরা হারিয়েছি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হারিয়েছি বঙ্গমাতাসহ তার প্রিয় স্বজনদের। শিশুপুত্র রাসেলকে। প্রতিবছরের মতো এবারেও ঘুরেফিরে এসেছে অভিশপ্ত আগস্ট। বাঙালি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করবে মুক্তিযুদ্ধের বীর মহানায়ক জাতির পিতাকে। এ করোনাকালেও সীমিত পরিসরে মানবিক উদ্যোগ গ্রহণ করবে বিভিন্ন সংগঠন। অনুষ্ঠানমালার সুরে সুরে ছন্দে ছন্দে ধ্বনিত প্রতিধ্বনিত হবে ‘ যদি রাত পোহালে শুনা যেত বঙ্গবন্ধু মরে নাই।’
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের কাজে নিয়োজিত ছিলেন বঙ্গবন্ধু। আজীবন তিনি এ দেশকে, এদেশের মানুষকে ভালোবেসেছেন। মা-মাটি-মানুষকে নিয়ে তার যে স্বপ্ন সোনার বাংলা গড়তে চেয়েছেন তা এখন তার কন্যা শেখ হাসিনা করে যাচেছন।