আলোকিত বাংলা ডেস্কঃ ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় সোমবার (১৬ আগস্ট) সমসাময়িক বিভিন্ন বিষয়ে সচেতনতামুলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্মপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনির। এ সময় এলাকার রাজনৈতিক কর্মী, সমাজ সেবক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উন্মুক্ত বৈঠকে, চলমান করোনা মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপসহ সামাজিক সমস্যা মোকাবেলায় করণীয় সম্পর্কে বক্তাগণ আলোচনা করেণ। সরকারের টিকা প্রদান কার্যক্রমের কথা উল্লেখ করে, সকলকে বিনামূল্যে টিকা গ্রহনের জন্য আহবান জানানো হয়। জেলা তথ্য অফিসার উল্লেখ করেণ সরকারের অন্যতম অগ্রাধিকার ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে টিকার আওতায় নিয়ে আসা। উক্ত কার্যক্রম বাস্তবায়নে অচিরেই আবার গণটিকাদান কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।এছাড়াও হাসপাতালসমূহে নিয়মিত টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করেন। করোনা মহামারিতে কাজ হারানো ব্যক্তিদের সরকার তালিকা করে ত্রানের আওতায় নিয়ে আসছে এবং ত্রান বিতরণ করছে বলে বক্তারা উল্লেখ করেণ। যদি কোন ব্যক্তি লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে বিব্রত অনুভব করেন, তিনি ৩৩৩ নম্বরে ফোন করলে, তাঁর বাড়ীতে ত্রাণ চলে যাবে। বক্তাগণ বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম উপস্থিত জনসাধারনের নিকট তুলে ধরেন। উন্নয়নের সুফল পেতে জনসাধারণকে তাঁর প্রাপ্য অধিকার সম্পর্কে জানতে হবে বলে জেলা তথ্য অফিসার ব্যক্ত করেণ। তিনি বলেন, ঘরে বসে না থেকে, বিভিন্ন দপ্তরে গিয়ে আপনার জন্য সরকারের গৃহীত কর্মসূচি সম্পর্কে জানুন এবং সরকারের উন্নয়নের সুফল ভোগ করুন। এছাড়াও সামাজিক সমস্যা যথা মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ প্রতিরোধে সামাজিক ঐক্য গড়ে তোলার জন্য আহবান জানান। একই সাথে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতণের ঘটনা ঘটলে সাথে সাথে স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনকে জানাতে তিনি অনুরোধ করেন। জেলা তথ্য অফিসার বলেন সামাজিক সমস্যাসমূহ সামাজিক আন্দোলনের মাধ্যমেই সচেতনভাবে মোকাবেলা করা সম্ভব।