আলোকিত বাংলা রিপোর্টঃ ফেনীর সন্তান শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বাংলাদেশ সরকারের সচিব হলেন।
আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।
পদোন্নতি পেয়ে তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিযুক্ত হলেন। শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বিসিএস ১০ম ব্যাচের প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন এবং ২০০৬ সালে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগ দেন এবং অতিরিক্ত সচিবসহ বিভিন্ন পদে তিনি উক্ত মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
তাঁর পদোন্নতি পেয়ে সচিব হওয়ায় ফেনী সমিতি ঢাকা ও সোনাগাজী সমিতি ঢাকার নেতৃবৃন্দ শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন।
ফেনীর এই কৃতি সন্তানের গ্রামের বাড়ী সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে।