আলোকিত বাংলা ডেস্কঃ মোবাইলে গেইম খেলার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে ৪ কিশোরের।
ঘটনাটি ঘটেছে, আজ সোমবার (২৩ আগস্ট) দিনাজপুর
উপশহরের রেলঘুন্টি এলাকায়।
ঘটনার বিবরণে প্রকাশ, ৭ কিশোর এক সাথে একটি টিনশেড ঘরে বসে মোবাইলে গেম খেলছিলো।
মোবাইলে গেম খেলার সময় বজ্রপাতে ৪ কিশোরের মৃত্যু হয়েছে।
নিহতরা হচ্ছে- আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (১৩), বাবুল হোসেনের ছেলে আপন (১৪), মৃত সিদ্দিক হোসেনের ছেলে হাসান আলী (১২) ও সাজু মণ্ডলের ছেলে মিম মণ্ডল (১৩)।
আহতরা হচ্ছে মমিনুল ইসলাম (১৩), আতিক (১৫) আর এক জনের নাম জানা যায়নি। হতাহতদের সবার বাড়ি দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।
স্হানীয়রা জানন,
৭ জনকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৪ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে ডাক্তার। অপর ৩ জনের অবস্থাও আশংকাজনক।