গাজীপুরের কালীগঞ্জে ২ কেজি গাঁজাসহ আব্দুর রহিম (৩৩) ও মোঃ শাহিন মিয়া (৪২) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে দু’জনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) রাতে তাদের উপজেলার নাগরী ইউনিয়নের গলান এলাকা থেকে তাদের আটক করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, উপজেলার নাগরী ইউনিয়নের গলান এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ওই দুই মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তাদের আটক করতে সমর্থ হয় পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটককৃত রহিম নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাট গোবিন্দপুর (খারনই) এলাকার মৃত অহেদ আলী ছেলে। শাহিন ময়মনসিংহের ভালুকা উপজেলার ওথরা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
ওসি জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই, উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ) মোঃ জাকির হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।