ফেনী জেলার ছাগলনাইয়া থানা পুলিশ ৩ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা ও বিয়ারসহ জাবেদ হোসেন (২০) নামে একজনকে আটক করেছে। ছাগলনাইয়া থানা সূত্রে জানা যায়, আনুমানিক রাত ৯ টায় উত্তর ছয়ঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১২টি ভারতীয় বিয়ার ক্যানসহ জাবেদ হোসেন কে হাতেনাতে গ্রেফতার করে। আসামী মোঃ জাবেদ হোসেন উত্তর ছয়ঘরিয়া নতুন বাড়ীর মোশারফ হোসেনের পুত্র।
ছাগলনাইয়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।