আলোকিত বাংলা ডেস্কঃ ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সাথে ‘সংযোগ ফেনী’র এক মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ন্যাম ভবনে। গতকাল ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া মত বিনিময় সভায় ‘সংযোগ ফেনী’-র প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক জনাব নাছির উদ্দিন মাশুক ফেনীর সমসাময়িক কিছু বিষয় নিয়ে নিজাম উদ্দিন হাজারী এমপি’র সাথে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংযোগ ফেনীর অন্যতম নির্বাহী, “ফেনীর কথা” সম্পাদক আমির হোসেন জনি ও বাংলাদেশ সরকারের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট সাহাব উদ্দিন টিপু।
উল্লেখ্য, ফেনীর বিশিষ্টজনদের সন্নিবেশ ঘটাতে ঐক্যবদ্ব প্রচেষ্টা চালাতে কাজ করছে সংগঠনটি। সংগঠনের অন্যতম নির্বাহী আমির হোসেন জনি আলোকিত বাংলাকে জানান, ফেনীর বিভিন্ন পেশাজীবি মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এডভোকেট, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবি মানুষেকে একটি ফ্ল্যাটফর্মে আনতে এই ভিন্ন উদ্যোগ ‘সংযোগ ফেনী’।