ফেনী শহরের একাডেমী এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর দুই সদস্যকে আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার সময় একাডেমী তৃপ্তি হোটেলের সামনে ছিনতাইয়ের প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজনকে আটকের চেয়ে চেষ্টা চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাং এর সদস্যরা পালানোর চেষ্টা কালে দুইজনকে ধরতে সক্ষম হয় র্যাব সদস্যরা, এসময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় চাপাতি উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।