সাহেদ হোসেন চৌধুরীঃ ফেনীতে চলন্ত কাভার্ডভ্যানের ধাক্কায় ১ নির্মান শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়েছে। ৬ সেপ্টেম্বর বিকেলে ফেনী শহরের বিসিক মোড় ঢাকা চট্রগ্রাম মহাসড়ক এর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর বাউন্ডারি দেওয়ালের সংস্কার কাজ চলাকালীন চট্রগ্রাম থেকে ঢাকা গামী কবার্ডভ্যান চট্রো মেট্রো-শ-১১-১৪৬৪ দেওয়ালের পাশে সংস্কার কাজে নিয়োজিত মিক্সার মেশিন, শ্রমিক, বৈদ্যুতিক খুটি ও দেওয়ালে ধাক্কা দিলে ঘটনাস্থলে নির্মান শ্রমিক মিজান (৪০),ঘটনাস্থলে নিহত হন। নিহত মিজানের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে।
ঘটনাস্হলে গুরুতর আহত হয় আরো ২ জন। আহত শ্রমিক আলম (৪৫) এর বাড়ী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে ও হযরত আলী (২২) এর বাড়ী নেত্রকোনা জেলায়। তাদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি ফেনী হাইওয়ে পুলিশ আটক করে থানায় নিয়ে গেলেও চালক পালিয়ে যায়।