প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম অর্জন বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানীভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো। পাশাপাশি সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটার ব্যবস্থা করা হয়েছে। এতে মুক্তিযোদ্ধারা ও তাদের পরিবার সম্মানের সাথে সচ্ছল জীবনযাপন করতে পারছে। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন উপকারভোগীর সংখ্যা ও তাদের জন্য বরাদ্দ এবং নানা সুযোগ সুবিধা বাড়ানো এক অনন্য উদাহরণ।
যে ত্যাগ, তিতীক্ষা, সংগ্রামের মাধ্যমে এদেশকে স্বাধীন করেছেন বীর মুক্তিযোদ্ধারা, তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মানার্থে ভাতা দিচ্ছে সরকার। প্রতি বাজেটেই এ খাতে বরাদ্দ বাড়ছে। ২০২১-২২ অর্থবছরে সম্মানীর জন্য বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা ঠিক করা হয়েছে ২ লাখ, বরাদ্দ রাখা হয়েছে ৪ হাজার ৬শ ৫৩ কোটি ৩৫ লাখ টাকা। এর আগের অর্থবছরে মূল বরাদ্দ ছিল ৩ হাজার ৩শ ৮৫ কোটি ৫ লাখ টাকা।ব্যয় হয় ২ হাজার ৮শ ৮০ কোটি টাকা।