২০২০ সালে চুরি যাওয়া ২টি মাইক্রোবাস উদ্ধার করতে সক্ষম হয়েছে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার) নির্দেশনায় মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামিম, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে এডিসি মোঃ রফিকুল ইসলাম ও আতিকুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে তাদের একটি চৌকস টিমের দীর্ঘ অভিযানের ফলে মাইক্রোবাস ২টি উদ্ধার হয়।
আইডিয়াল পয়েন্ট, ফ্ল্যাট নং-১৩/বি, ১৫৭, শান্তি নগর, পল্টনের বাসিন্দা এমদাদুল হক মুন্নার মালিকানাধীন পার্কিংয়ের বেজমেন্টে ৬ ও ৭ নং পার্কিংয়ে মাইক্রোবাস ২টি ভাড়া রাখা হয়। এমদাদুল হক মুন্না মাইক্রোবাস ২টি প্রতারনা মূলক আত্মসাতের জন্য কুড়িগ্রাম জেলার এক ব্যক্তির নিকট গোপনে বিক্রি করে দেয়। উক্ত ঘটনায় পল্টন থানায় ২০২০ সালে একটি সাধারণ ডায়েরী ও পরবর্তীতে গাড়ির চুরির মামলা করেন গাড়ির মালিক। পল্টন থানা কর্তৃপক্ষ মাইক্রোবাস ২টি উদ্ধার করতে না পারায় মামলাটির তদন্তের দায়িত্ব ডিবি পুলিশের নিকট ন্যস্ত হয়। ডিবি পুলিশের চেষ্টা ও অভিযানের ফলে মাইক্রোবাস ২টি উদ্ধার ও এর সাথে সম্পৃক্ত আসামীগণ গ্রেপ্তার হয়।