আলোকিত বাংলা রিপোর্টঃ ফেনীর ছেলে এ কে এম ফাহাদ ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন হিসেবে সুপারিশ প্রাপ্ত হলেন। ৯ সেপ্টম্বর বৃহস্পতিবার সরকারি কর্ম-কমিশন (পিএসসি)’র বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর ফলাফল অনুমোদন ও প্রকাশ করা হয়েছে। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য কর্ম কমিশন (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাচেছ।
ফাহাদ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর পাটোয়ারী বাড়ীর এ কে এম ফোরকান ও শামছুন নাহারের বড় ছেলে। ফাহাদের বাবা অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তিনি চাঁদগাজী সোনালী ব্যাংকের ম্যানেজার থাকা কালীন অবসর গ্রহণ করেন। মাতা একজন গৃহিণী। ফাহাদ ছাগলনাইয়া একাডেমী থেকে ২০০৬ সালে এ প্লাস নিয়ে এসএসসি, ২০০৮ সালে ঢাকা সিটি কলেজ থেকে এ প্লাস নিয়ে এইচএসসি পাশ করেন। এর পর নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে ২০১৫ সালে এমবিবিএস পাশ করেছেন। নোয়াখালী জননেতা নুরুল হক আধুনিক সদর হাসপাতাল থেকে ইন্টার্নি শেষে বর্তমানে ঢাকা শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।
GOOD