দেড় মাসেরও বেশি সময় ধরে প্যারিস সেন্ট জার্মেইতে আছেন লিওনেল মেসি। নতুন দেশ, নতুন ক্লাব; মানিয়ে নিতে সময় লেগেছে। একটা গোলের জন্য নিশ্চিতভাবে মনে হাহাকার ছিল। সেটার অবসান হলো মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে। ট্রেডমার্ক গোলে নিজেকে ফিরে পেলেন মেসি। নতুন ক্লাবে প্রথম গোল, একই সঙ্গে জয়ে ফেরা- এই রাত আর্জেন্টাইন ফরোয়ার্ডের কাছে দারুণ রাত।
বার্সেলোনা থেকে আসার পর মেসি ফরাসি জায়ান্টের হয়ে চতুর্থ ম্যাচ খেলতে নামেন। কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্টে করেন দলের দ্বিতীয় গোল, যাতে ম্যানসিটিকে ২-০ গোলে হারায় পিএসজি। সিটির বিপক্ষে লিগ ওয়ান ক্লাবের এটাই প্রথম জয়। ইউরোপ সেরার লড়াইয়ে ক্লাব ব্রুগের সঙ্গে হতাশার ড্রয়ের পর জয়ে ফেরা, আবার প্রথম গোল। মেসি বললেন, ‘একটি সেরা প্রতিপক্ষের বিপক্ষে দারুণ একটি রাত। ব্রুগের ম্যাচের পর আমাদের জন্য এই ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ ছিল। আমি গোল করতে পেরে খুব খুশি। সম্প্রতি খুব বেশি ম্যাচ আমি খেলিনি, এখানে একটি ম্যাচ খেলেছি। ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি আমি। যেটা গুরুত্বপূর্ণ তা হলো জিততে থাকা।’
মেসি গোল করে একটি রেকর্ডও ছুঁয়েছেন। টানা ১৭টি চ্যাম্পিয়নস লিগের আসরে গোল করলেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। যে রেকর্ড তার কিছুক্ষণ আগেই শেরিফের বিপক্ষে গড়েন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা। ১৬ আসরে গোল করে তাদের পরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এ নিয়ে মেসি ইংলিশ কোনো দলের বিপক্ষে ৩৫ ম্যাচ খেলে ২৭ নম্বর গোল করলেন, যে কারও চেয়ে ১৫ গোল বেশি। গার্দিওলার দলের বিপক্ষে ৫ ম্যাচে তার সপ্তম গোল। নিজেকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত ছয়বারের বর্ষসেরা ফুটবলার, ‘আমাদের সম্পর্ক প্রত্যেক ম্যাচে উন্নত হচ্ছে। আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে, আমাদের খেলার পর্যায় বাড়াতে হবে। একটি বড় প্রতিপক্ষের বিপক্ষে আমরা খুব গুরুত্বপূর্ণ জয় পেলাম, যারা গত বছর ফাইনালে খেলেছিল। আমাদের উন্নতি অব্যাহত রাখতে হবে, ভবিষ্যতে অনেক কিছুর উন্নতি করতে হবে।’