আলোকিত বাংলা রিপোর্ট || বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জে ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক কর্মসূচিতে যোগ দিতে ১০ জানুয়ারি টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি বাস্তবায়ন করছে এশিয়াটিক ইভেন্টস মার্কেটিং লিঃ।
এব্যাপারে সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু ও পৌর-মেয়র কাজী লিয়াকত আলী সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও ১১ ও ১২ জানুয়ারি স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে টুঙ্গিপাড়ায় দু’দিনব্যাপী আলোচনা সভা এবং ১৩ জানুয়ারি থেকে শেখ লুৎফর রহমান ডিগ্রী কলেজ মাঠে ৭-দিনব্যাপী আন্তর্জাতিক লোকজ মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।