সাহেদ হোসেন চৌধুরীঃ ফেনী সদর ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সাড়ে ৬ হাজার কম্বল বিতরণ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় মাষ্টারপাড়া নিজ বাড়ীর সামনে ফেনী সদর উপজেলার ১০৮টি ওয়ার্ড ও ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে ফেনী জেলা আওয়ামীলীগের সন্মানিত সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি’র ব্যক্তিগত অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ ছাড়াও তিনি সদর উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক ও ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের হাতে স্ব স্ব এলাকার গরীব অসহায় শীতার্তদের জন্য ৬৩০০ পিছ কম্বল বিতরণ করেন।