আল-আমীন রাসেল ।। মানবিক সংগঠন আনন্দ সংঘ’র ঢাকায় অবস্থানরত সমন্বয়কদের নিয়ে মতবিনিময় সভা এবং সংগঠনের মডারেটর ও চট্টগ্রাম মহানগর ইউনিটের অন্যতম সমন্বয়ক জান্নাতুল মারদীয়া হীরাকে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আনন্দ সংঘ’র ফাউন্ডার মেম্বার ও কেন্দ্রীয় সমন্বয়ক তৌহিদুল আযম বাবু’র সভাপতিত্বে এবং সমন্বয়ক নাজমুল হাবিবের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল-আমীন রাসেল।
বিশেষ অতিথি ছিলেন আনন্দ সংঘ’র কেন্দ্রীয় সমন্বয়ক ইন্জিনিয়ার আলমগীর হোসেন আকাশ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় সেবা ৯৯৯ এ কর্মরত মুক্তা চৌধুরী,জসিম উদ্দিন, সাংবাদিক তানভীর আহমেদ, আব্দুল আলিম, সদস্য সরওয়ার হোসেন সুমন, মোঃ সোহাগ প্রমূখ।