সাহেদ হোসেন চৌধুরীঃ সারা দেশের ন্যায় ফেনীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনীর ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ফেনী’র জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদউল হাসান। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,ফেনী সরকারি কলেজের পক্ষে, কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।