সাহেদ হোসেন চৌধুরীঃ ফেনীতে র্যাব- ৭ এর ক্যাম্প ১৪০ বোতল ফেনসিডিল, ৩০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান আটক করেছে।
ঘটনাটি ঘটেছে ৭ মার্চ রাতে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম হাইওয়ের মহিপাল ফ্লাইওভার সংলগ্ন শাহীন রেস্টুরেন্টের সামনে তল্লাশি চকি বসিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। জানাযায়, ঢাকা মেট্রো ট-১১-৮৩২৭ কাভার্ড ভ্যানটি আটক করে এতে তল্লাশি চালিয়ে এসব মাদক দ্রব্য সহ
মাদক ব্যবসায়ী মহিন উদ্দিন,(৩৩) কে আটক করা হয়। তার বাড়ী চাঁদপুর জেলার কচুয়া থানায়।
ধৃত ব্যাক্তিসহ জব্দকৃত মাদক, কাভার্ড ভ্যান ফেনী মডেল থানায় হস্তান্তর ও মাদক মামলা দায়ের করা হয়েছে।