আলোকিত বাংলা রিপোর্টঃ ফেনীর কৃতি সন্তান ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান রকিবুর রহমান আর নেই। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
১৮ মার্চ শুক্রবার দুপুর সাড়ে ১২ টায়
ঢাকার ইউনাইটেড হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে ( আইসিও) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
গত কয়েক মাস ধরে তিনি থাইল্যান্ড ও ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
তাঁর গ্রামের বাড়ী ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে।
তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ছাড়াও রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও আলহাজ্ব আবিদুর রহমান – ফাতেমা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতিসহ বিভিন্ন ধর্মীয়,শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে জড়িত ছিলেন।
তাঁর মৃত্যুতে আশ্রাফপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।