ফেনী পৌর প্রতিনিধিঃ বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ফেনী জেলা বিএনপি।
মঙ্গলবার বিকেলে রামপুর পাটোয়ারী বাড়ি প্রাঙ্গণে ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের পরিবারের সদস্যদের হাতে এই ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,যুগ্ম আহবায়ক এয়াকুব নবী,আনোয়ার হোসেন পাটোয়ারী,সদর বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল,পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল,জেলা যুবদলের সহ সভাপতি শাহাদাত হোসেন সেলিম,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মজুমদার রশিদ,ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশিকুর রহমান প্রমূখ।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার জানান,জেলা বিএনপির পক্ষ থেকে আমরা শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।