আলোকিত বাংলা রিপোর্টঃ ফেনী পরশুরাম সড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে শারিয়ার নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
ফেনী পরশুরাম সড়কের হাসানপুর ব্রিজ সংলগ্ন মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শাহরিয়ার। ২ এপ্রিল শনিবার সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শারিয়ার ফেনী সরকারি কলেজের ছাত্র ও ফেনী মাস্টার পাড়ার বাসিন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, শারিয়ার পরশুরাম চিথলিয়া বোনের বাড়ি থেকে ফেনী ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয় ফুলগাজী থানার ওসি মাইনউদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। বাসচালকের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপরে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।