আলোকিত বাংলা রিপোর্ট || নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত বেগমগঞ্জের চৌমুহনী বাজারের ইসলাম মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।’
তিনি আরো বলেন, ‘ঘটনাস্থল থেকে পানি দূরে থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।’