আলোকিত বাংলা রিপোর্ট || বিএনপির আন্দোলনের ঘোষণা নিয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেখতে দেখতে ১৩ বছর, আন্দোলন হবে কোন বছর। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গত ১৩ বছর থেকে বিএনপি ঈদের পরে কঠোর আন্দোলনে নামবে বলে ঘোষণা দিয়ে আসছে। আসলে পথ হারানো পথিকের অবস্থা যেমন হয় বিএনপির অবস্থাও তেমন হয়েছে৷ তারা কখন যে কী বলবে, কখন যে কী করবে সেটা বলা মুশকিল।
বিএনপির জাতীয় ঐক্যের বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, তাদের গড়া জাতীয় ঐক্যের চেহারাটা আমরা গত নির্বাচনেও দেখেছি। তারপর সংলাপে আসলো, নির্বাচনে যাবে। নির্বাচনের সময় দেখা গেলো তাদের ঐক্যের লেজেগোবরে অবস্থা। তাদের (বিএনপি) হয়ে আন্দোলনের নেতা কে? নির্বাচনে জিতলে তাদের প্রধানমন্ত্রী হবে কে?