আলোকিত বাংলা রিপোর্টঃ অল্পের জন্য রক্ষা পেলেন ঠিকাদার শহিদুল্লা (শহিদ) এর পরিবার। ৭ মে সকালে ফেনী থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার হাইওয়েতে এক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাইভেট কারটি।
জানা যায়, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে একটি যাত্রীবাহী বাস প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে গাড়ীটি মারাত্মক ক্ষতি হয়,এতে ডাইভার সহ ৪ জন কিছুটা কাটা ছেড়া হলেও প্রাণে বেঁচে যান৷ গাড়ীতে ঠিকাদার শহিদের ১ ছেলে ১ মেয়ে, ভাতিজা ও ড্রাইভার ছিলো।