1. admin@alokitobangla24.com : admin :
  2. zunaid.nomani@gmail.com : Zunaid Nomani : Zunaid Nomani
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনী উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক খলিলুর রহমানের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেনীর সাইফুল এসএসসি ২০০২ এবং এইচএসসি২০০৪ ব্যাচ বাংলাদেশ এর উদ্যেগে সুনামগঞ্জে বানভাষীদের ত্রাণ বিতরণ পদ্মা সেতু উদ্বোধন: ঢাকা এখন দক্ষিণাঞ্চলের হাতের মুঠোয় নেত্রকোণার মোহনগঞ্জে পানিবন্দী অসহায় ৪০০ পরিবারকে খাদ্য সামগ্রী ও জরুরী ঔষধ দিলো আনন্দ সংঘ পুলিশ সদস্য কোরবান আলীকে চাপা দেওয়া বাস চালককে গ্রেফতারের দাবীতে মানববন্ধন স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক ২০২৩ সালে আইপিএলে ফিরছেন ডি ভিলিয়ার্স রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি জিআই স্বীকৃতি পাবে সম্রাটকে কারাগারে পাঠানোর আদেশ

বিশ্বে কম ক্ষতিগ্রস্ত মুদ্রার তালিকায় দ্বিতীয় ‘টাকা’

আলোকিত বাংলা রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৪৬ বার পঠিত

আলোকিত বাংলা রিপোর্ট || করোনা পরিস্থিতির উন্নতি হতে না হতেই রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে কয়েকটি তেল রপ্তানিকারক দেশ ছাড়া পৃথিবীর সব দেশেই ডলারের বিপরীতে মুদ্রার মূল্যমান ব্যাপকভাবে কমেছে l সাম্প্রতিককালে ডলারের বিপরীতে নিজস্ব মুদ্রার মান কম হ্রাস পাওয়া দেশগুলোর মধ্যে এশিয়াসহ গোটা বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় এবং সব উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে প্রথম স্থানে আছেl একই সময়ে কয়েকটি তেল রপ্তানিকারী দেশ ছাড়া পৃথিবীর প্রায় সকল দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যমান বেড়েছেl এ তথ্য নিঃসন্দেহে প্রমাণ করে যে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি পরিচালিত গবেষণা থেকে এসব তথ্য উপস্থাপন করেছেন দলটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদl শনিবার (২১ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে দলের তথ্য ও গবেষণা উপ-কমিটির সভায় তিনি এ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরিচালিত এ গবেষণায় দেখানো হয়, কোভিড পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কয়েকটি তেল রপ্তানিকারী দেশ ছাড়া পৃথিবীর সব দেশেই ডলারের বিপরীতে মুদ্রার মূল্যমান ব্যাপকভাবে কমেছেl সেই হিসেবে বাংলাদেশের মুদ্রারও মূল্যমান কিছুটা কমেছেl কিন্তু, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশি মুদ্রার মূল্যমান হ্রাসের পরিমাণ খুবই কমl নিজস্ব মুদ্রার মূল্যমান কম হ্রাস পাওয়া দেশগুলোর মধ্যে গোটা বিশ্বে কম্বোডিয়া প্রথম আর বাংলাদেশ দ্বিতীয় স্থানে।

গবেষণায় দেখানো হয়, বাংলাদেশি টাকার মূল্যমান কমেছে ৩.৪১%, ভারতীয় রুপির কমেছে ৬.৮৩%, পাকিস্তানি রুপির ৩০.৬৩%, নেপালি রুপির ৬.৪৮%, মিয়ানমারের কিয়াটের ১২.৬৭%, চীনা ইউয়ানের ৫.৪%, থাই বাথের ৯.৬৬%, জাপানি ইয়েনের ১৭.৩২%, দক্ষিণ কোরীয় ওনের ১২.০৭%, মালয়েশিয়ান রিঙ্গিতের ৩.৯%, ফিলিপিনো পেসোর ৯%, তাইওয়ান ডলারের ৬.৪%, সিঙ্গাপুর ডলারের ৩.৭৫%, কম্বোডিয়ান রিয়েলের ০%, ব্রুনাই ডলারের ৩.৬০%, লাও কিপ এর (লাওস) ৪১%, টার্কিশ লিরার ৮৯.৩৭%, মিসরীয় পাউন্ডের ১৪.৫%, দক্ষিণ আফ্রিকান রেন্ডের ১৩.৬৬%, অস্ট্রেলিয়ান ডলারের ৯.১৭%, নিউজিল্যান্ড ডলারের ১০.৭৭%, ব্রিটিশ পাউন্ডের ১১.৮৬%, ইউরোর ১৩.৪০%, সুইস ফ্রাঙ্কের ৮.৫৫%, সুইডিশ ক্রোনারের ১৯.৬৭%, নরওয়েজিয়ান ক্রোনের ১৬.৫৪%, ডেনিশ ক্রোনের ১৫.৩৯%, পোলিশ মুদ্রার ১৮.৭৪%, কানাডিয়ান ডলারের ৬.৩২%, আর্জেন্টাইন পেসোর ১১.৫%, চিলিয়ান পেসোর ১৫.৪৪% মূল্যমান কমেছে।

ব্রাজিল এবং কয়েকটি তেল রপ্তানিকারী দেশ ছাড়া পৃথিবীর প্রায় সকল দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যমান বৃদ্ধি পেয়েছেl যেসব কারেন্সির বিপরীতে টাকার মূল্যমান বৃদ্ধি পেয়েছে তাদের মধ্যে জাপানি ইয়েনের বিপরীতে বৃদ্ধি পেয়েছে ১৩.৮৬%, ইউরোর বিপরীতে ১০.৯৪%, ভারতীয় রুপির বিপরীতে ২.৭৩ %, ব্রিটিশ পাউন্ডের বিপরীতে ৮.০৭%, অস্ট্রেলিয়ান ডলারের বিপরীতে ৬۔৪৫%, চীনা ইউয়ানের বিপরীতে ১.৩২%, কানাডিয়ান ডলারের বিপরীতে ২.৯৪%, দক্ষিণ কোরীয় ওনের বিপরীতে ৯.৩৮%, ডেনিশ ক্রোনের বিপরীতে ১১.৯৭%, আর্জেন্টাইন পেসোর বিপরীতে ২১.৬৯%, সুইস ফ্রাঙ্কের বিপরীতে ৪.৯২% এবং নিউজিল্যান্ড ডলারের বিপরীতে ৭۔৪৭% ।

ডলারের বিপরীতে মূল্যমান বেড়েছে মাত্র দুটি দেশের মুদ্রারl ডলারের বিপরীতে রাশিয়ান রুবলের মূল্যমান বৃদ্ধি পেয়েছে ১৯.০৫% এবং ব্রাজিলিয়ান রিয়েলের মূল্যমান বৃদ্ধি পেয়েছে ৮.৯৭% ।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, ‘কোভিড পরবর্তী সময়ে ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব একটা গভীর অর্থনৈতিক সংকট ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছেl এই সময়ে বিএনপি এবং তাদের সহযোগীরা বাংলাদেশে নানা গুজব ও অপপ্রচার ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করে দেশের বড় ক্ষতি করতে চায়l তারা দেশবিরোধী অপশক্তি। আমাদের মাতৃভূমি বাংলাদেশের তথা আমাদের জাতীয় স্বার্থে এদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবেl বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই আকাশচুম্বী সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দেশবিরোধী শক্তি এই অপপ্রচার চালাচ্ছেl এরা বাংলাদেশের ধ্বংস চায়।’

তিনি আরও বলেন, ‘তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্যরা জাতীয় স্বার্থ রক্ষায় দেশের প্রতিটি ক্ষেত্রে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে এবং এই অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রতিটি ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় থেকে এই অশুভ শক্তির নানা মিথ্যাচার ও অপপ্রচার প্রতিহত করবে।’

সভায় বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে নানা অপপ্রচারের বিরুদ্ধে তথ্য উপস্থাপন করেন তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদl তিনি বলেন, ‘বাংলাদেশের সকল টেলিভিশন চ্যানেল এই স্যাটেলাইটের সেবা গ্রহণ করার ফলে রাষ্ট্র বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে। আমাদের নিজস্ব স্যাটেলাইট ব্যবহার না করলে এই অর্থ বিদেশি কোনো কোম্পানিকে দিতে হতো। তাই, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোনো মুনাফা অর্জন করছে না, এটি একটি জঘন্য মিথ্যাচার এবং অপপ্রচারl’

তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বলেন, ‘কৃষি, শিল্প, যোগাযোগ, ভৌত কাঠামো খাতসহ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে অসীম দক্ষতার পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেনl যতই ষড়যন্ত্র ও অপপ্রচার হোক না কেন বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার নিজস্ব মহিমায় এগিয়ে যাবেl’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য এবং তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, ‘বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছেl বাংলাদেশকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্রকারীরা নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত l এ ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে নাl এটিই আমাদের মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাl’

জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং উপ-কমিটির সদস্য অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, ‘আর্থিক ও অর্থনৈতিক প্রতিটি সূচকেই বাংলাদেশ আজ প্রকৃত অর্থে একটি শক্তিশালী রাষ্ট্রl বাংলাদেশের আর পেছনে ফেরার কোনো কারণ নেইl দেশবিরোধী শক্তি বাংলাদেশের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছেl রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই এই সাফল্যের একমাত্র দাবিদারl’

সভায় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ডা. জাহানারা আরজু, এম এনামুল হক আবীর, আমেনা কোহিনুর, আবুল ফজল রাজু, সৈয়দ আবু তোহা, ব্যারিস্টার সৌমিত্র সর্দার, অ্যাডভোকেট জামাল মিয়া, ড. শবনম জাহান, রায়হান কবীর, মেজর (অব.) এম এ সায়ীদ খান, রাশিদুল বাসার ডলার প্রমুখ বক্তব্য রাখেনl

উপ-কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—অধ্যাপক অসিম সরকার, অধ্যাপক শেখ আদনান ফাহাদ, সারোয়ার মামুন চৌধুরী, আরেফা পারভীন তাপসি, মো. রাজীব হোসেন, মো. আলমগীর হোসেন, জামান সিকদার, সোহেল তালহা, শওকত আলী পাটোয়ারী তুহিন, জামান সিকদার, সফিকুল ইসলাম, রেজাউল ইসলাম সেকান্দর, জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম, রেজা এনায়েত, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, লিপন মন্ডল প্রমুখl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ আলোকিত বাংলা ২৪
Theme Customized BY Theme Park BD