তানভীর আহমেদ || গত সোমবার (৬ জুন) রাজধানীর বাংলামোটরে ওয়েলকাম পরিবহনের একটি বাসের চাপায় পুলিশ টেলিকমে কর্মরত পুলিশ সদস্য কোরবান আলী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন।
বুধবার সকাল ১০টায় কাওরান বাজার সিগন্যালে পুলিশ সদস্য কোরবান আলীর সহপাঠী এসএসসি ২০০২ এর বন্ধুরা মানববন্ধন করে ক্ষোভ জানিয়ে বলেন, অভিলম্বে ঘাতক বাস চালককে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন এসএসসি ০২ ব্যাচের এডমিন মাহমুদ হাসান সুমন, মডারেটর শামীম চৌধুরী, এম আর খাঁন বাবু, মোহাম্মাদ আল-আমীন রাসেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মডারেটর সৈকত কুমার সাহা, রেহান আর, এ আর রানা, জান্নাতুল ফেরদৌস,আতাউর রহমান বুলেট, এস আই স্বপন, সামিরা আক্তার ও আঁখিসহ অন্যান্য সহপাঠীবৃন্দ।