আলোকিত বাংলা রিপোর্ট || মানুষকে সাহায্য করা এটি একটি অন্যতম সেরা উপহার। এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ ব্যাচ বাংলাদেশ গ্রুপের এর উদ্যোগে সুনামগঞ্জে বন্যা কবলিত অসহায় প্রায় দুই হাজার মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে কানাইঘাট, গোয়াইনঘাট সহ বিভিন্ন এলাকায় ত্রান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ ব্যাচ বাংলাদেশ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা প্রধান, ব্লাড টিম সহ নানা সেবামূলক কাজ করে আসছে।
এই গ্রুপের অন্যতম সদস্য মেজবাহ উদ্দিন বলেন, এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ ব্যাচ বাংলাদেশ নাম যদি উচ্চারণ করি সর্বপ্রথম যার নাম স্মরণ করতে হয়, তিনি হলো আমাদের গ্রুপের এডমিন হীরা মেহেদী। যার হাত ধরে দিন দিন মানবতার সেবায় এগিয়ে যাচ্ছে এই গ্রুপটি। যার দুর্ধর্ষ নেতৃত্বে সকল সদস্যদের নিয়ে খাবার বিরতরণের মাধ্যমে বানভাসি মানুষের কষ্ট লাঘব করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সুষ্ঠু পরিবেশে সমস্ত কার্যক্রম শেষ হয়েছে। আগামীতেও এমন মহতী কাজের সাথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মেজবাহ উদ্দীন আরো বলেন, যতটুকু আত্মতৃপ্তি পাবো বলে ভেবেছিলাম তার চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি পেলাম। তবে এই কর্মসূচি হাতে নিয়ে বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। যাই হোক মানবতার সংগঠন কারো জন্যে থেমে নেই। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে অঙ্গীকারবদ্ধ।
খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা রাখেন রিজওয়ানুল ইসলাম চন্দন, মোঃ রফিকুল ইসলাম বকুল ও আতাউর রহমান বুলেট। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ। এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ ব্যাচ বাংলাদেশ এর হাত ধরে সকল বানবাসি মানুষ উষ্ণতার ছোঁয়া পাক।