নিজস্ব প্রতিবেদকঃ ফেনী উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক খলিলুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত। এ উপলক্ষে আজ ১৭ জুলাই বাদ আসর পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ মাহফিলে উপস্হিত ছিলেন, ফেনী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া বেলাল, মাস্টার গিয়াস উদ্দিন,ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভুঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেন,
ফেনী আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সাত্তার, সাবেক এপিপি এডভোকেট সহিদুল ইসলাম সেলিম, এডভোকেট মেজবাহ উদ্দিন,বেসরকারী কলেজ শিক্ষক সমিতির ফেনী জেলা সাধারণ সম্পাদক প্রভাষক মোর্শেদ হোসেন, সাপ্তাহিক স্বদেশ কন্ঠ’র নির্বাহী সম্পাদক চৌধুরী এ এম মোর্শেদ শিবলী, সহ ফেনী উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ। এতে আরো উপস্হিত ছিলেন, মরহুম খলিলুর রহমানের ছোট ভাই, মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান, ভাতিজা সাইদুর রহমান জুয়েল সহ পারিবারিক সদস্য বৃন্দ।